আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের অনর্থক টেস্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ডাক্তারদের মধ্যস্বত্বভোগী না হয়ে সৎভাবে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানান। শনিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, মানুষ ভারত বা থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না, বাংলাদেশেরই যথেষ্ট সক্ষমতা আছে সঠিক চিকিৎসা সেবা দেওয়ার। কিন্তু রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে, যা বড় ধরনের অনিয়ম। তিনি প্রশ্ন রেখে বলেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?”
তিনি একটি উদাহরণ তুলে ধরে বলেন, তার বাসার এক সাহায্যকারী ছেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গেলে তাকে ১৪টি টেস্ট দেওয়া হয়। পরে ক্ষুব্ধ হয়ে সে ঢাকার বাইরে চিকিৎসা নেয় এবং সেসব টেস্ট ছাড়াই চিকিৎসা সম্পন্ন হয়।
এছাড়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, একজন নার্স যদি মাত্র ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে ভালোভাবে রোগীদের সেবা দেবেন? এজন্য হাসপাতাল মালিকদের কম মুনাফা করে স্বাস্থ্যসেবার মান উন্নত করার আহ্বান জানান তিনি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron