অন্তর্বর্তী সরকার একপাক্ষিক হয়ে যাচ্ছে: রুহুল কবির রিজভী

print news
img

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, “গণতন্ত্র এখনও নিরাপদ নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নানা গোঁজামিল দেখা যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।”

সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশকেই তিনি আয়না ঘরে পরিণত করেছিলেন, যেখানে কেউ আত্মগোপন করে থাকাও সম্ভব ছিল না। যারা টাকা পাচার করত তারা প্রতাপের সঙ্গে ঘুরে বেড়াত। খুনি-হত্যাকারীরা আওয়ামী লীগের সিল থাকলে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠত।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারে নানা দুর্বলতা প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। সমাজে অস্থিরতা বাড়ছে, আইন-শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, অর্থনীতি জটিল অবস্থার দিকে যাচ্ছে। শুল্কহার ৫০ শতাংশে পৌঁছেছে। এই অবস্থায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট না পেলে সংকট আরও ঘনীভূত হবে।”

রিজভী আহমেদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে, না হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *