গায়ক মাইনুল আহসান নোবেলকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব এই জামিন মঞ্জুর করেন।
ডেমরা থানায় ইডেন কলেজের এক সাবেক ছাত্রী বাদী হয়ে মামলা করেন। জামিন শুনানির সময় বাদী আদালতে উপস্থিত ছিলেন এবং স্পষ্টভাবে জানান, তার নোবেলের জামিনে আপত্তি নেই, কারণ উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়ে গেছে।
নোবেলের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, আদালতে লিখিতভাবে আপোষের বিষয়টি উপস্থাপন করা হলে বিচারক নোবেলকে জামিন দেন। তিনি আশা প্রকাশ করেন, আজই নোবেল কারামুক্ত হবেন।
শুনানিকালে আদালতে হাজির করা হয় নোবেলকে। তাকে কাঠগড়ায় থাকা অবস্থায় বাদীর সঙ্গে কথোপকথন করতে দেখা গেছে, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
এর আগে, গত ১৮ জুন আদালতের নির্দেশে নোবেল ও বাদী নারী কারাগারে বিয়ে সম্পন্ন করেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে ১৯ জুন তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে ইডেন কলেজের সাবেক ওই ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে নোবেলের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তবে আজ জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron