সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসভবনের শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল। এই অভিযোগে ২০০৭ সালের ৩ জুন গুলশান থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন।
এই রায়ের বিরুদ্ধে বাবর ২০০৭ সালে হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন রাখা হয়। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন মামলায় তার সাজা হয়। সব মামলা থেকে খালাস ও জামিন পাওয়ার পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron