আইএমএফ প্রতিনিধি দল ঢাকায়, ঋণ কর্মসূচির আওতায় অর্থছাড়ের শর্ত পর্যালোচনা শুরু

print news
img

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে চলতি সপ্তাহে ঢাকায় আসছে আইএমএফের একটি প্রতিনিধি দল।

এ প্রতিনিধি দল রবিবার সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। এরপর, ৫ এপ্রিল শনিবার থেকে ৬ এপ্রিল থেকে শুরু হয়ে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে আইএমএফের দলটি। বৈঠকগুলোতে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।

আইএমএফের দলটি সফর শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে, তবে তার আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে একটি বৈঠকও করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *