

বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ ফ্যাসিস্টদের ফেরানোর ষড়যন্ত্র চলছে। ছাত্রজনতার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরও পরিণতি ফ্যাসিস্টদের মতো করা হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, “৫ আগস্টেই আওয়ামী লীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না তেমনি আওয়ামী লীগও ফিরতে পারে না।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, “রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ ফ্যাসিস্টদের ফেরানোর ষড়যন্ত্র চলছে। ছাত্রজনতার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরও পরিণতি ফ্যাসিস্টদের মতো করা হবে।”