আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে পরামর্শক্রমেই সিদ্ধান্ত নেবে সরকার: তথ্য উপদেষ্টা

print news
img

আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং রাজনৈতিক দল, দেশি-বিদেশি সহযোগী ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২ এপ্রিল) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের এক মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জনগণ বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানালেও সরকার সব পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এছাড়া, আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছেন। নির্বাচনের সময়সূচি ও কাঠামো নিয়ে পর্যালোচনা চলছে, তবে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এসময় মাহফুজ আলমের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *