

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সিলেট সফরের সময় হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, “আমরা আশাবাদী যে, বাংলাদেশের জনগণ যেই সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের ফসল হিসেবেই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক পথে ফিরবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে দলীয় প্রধান উপদেষ্টাদের বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
এদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে সকালে সিলেটে আসেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে এক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। এই সময়ে ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, কয়েক হাজার হত্যাকাণ্ড এবং ১৭শ’ নেতাকর্মীকে গুম করা হয়েছে। এই শহর সিলেট থেকেই নিখোঁজ হয়েছেন দলের সাহসী নেতা এম. ইলিয়াস আলী।”
বিএনপি মহাসচিব আহত ও নিহত সব আন্দোলনকারীদের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা, সহানুভূতি ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, “এই রক্তের ঋণ কখনো বৃথা যাবে না। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।”