আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষা। সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা:
১. পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. প্রশ্নপত্রে দেওয়া সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।
৩. প্রথমে MCQ, পরে CQ/Rachonamulok পরীক্ষা, কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষার কমপক্ষে ৩ দিন আগে সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা ইত্যাদি বিষয়ে প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।
৬. OMR ফরমে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড লিখে বৃত্ত ভরাট করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. তিনটি অংশেই (MCQ, CQ, ব্যবহারিক) পাশ করতে হবে পৃথকভাবে।
৮. শুধুমাত্র নিবন্ধন করা বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
৯. কেউ নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবে না; আসন বিন্যাস অন্যত্র হবে।
১০. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ, কেবল কেন্দ্রসচিব ব্যবহার করতে পারবেন।
১২. সব অংশে একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ কেন্দ্রেই হবে।
১৪. ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে এসএমএস বা অনলাইনে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron