আজ শনিবার (১৫ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এই বছর, অগ্রিম টিকিটের বিক্রি সম্পূর্ণভাবে অনলাইনে করা হচ্ছে। এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ এবং ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ বিক্রি করা হবে। এছাড়া, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি হবে। ৩১ মার্চের টিকিট বিক্রির তারিখ চাঁদ দেখা সাপেক্ষে ১ ও ২ এপ্রিলের টিকিটও বিক্রি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে, রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।
এবারের ঈদ যাত্রার জন্য প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট উপলব্ধ থাকবে যাত্রীদের জন্য। তবে, বিশেষ ট্রেনের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমানো হয়েছে। যেখানে গত বছর ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চলত, এবার তা ৫ জোড়া করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে।
এছাড়া, ঈদযাত্রায় অতিরিক্ত চাহিদা মেটাতে ৬৪টি যাত্রীবাহী কোচ এবং ১৯টি লোকোমোটিভ ট্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। দেশের সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (ডে-অফ) ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে, ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ঈদের পর আবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron