আজ বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর কাল উদ্‌যাপন

print news

আজ রোববার, ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে। এর মাধ্যমে আগামীকাল, সোমবার, সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আজ বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

এতে এক মাসের সিয়াম সাধনার পর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের মুসলিম সম্প্রদায়। ইতিমধ্যে ঢাকাসহ দেশজুড়ে ঈদুল ফিতরের আনন্দ বাতাসে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঈদের শুভেচ্ছা জানানো শুরু হয়েছে। এদিকে, রেডিও এবং টেলিভিশনে বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ।

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। তবে আবহাওয়া খারাপ হলে, জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল নয়টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যার সময়সূচি হলো:

  • প্রথম জামাত: সকাল ৭টায়
  • দ্বিতীয় জামাত: সকাল ৮টায়
  • তৃতীয় জামাত: সকাল ৯টায়
  • চতুর্থ জামাত: সকাল ১০টায়
  • পঞ্চম জামাত: বেলা পৌনে ১১টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *