ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেওয়া মামলায় বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এই রায় দেন।
আদালতের রায়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করে তার মেয়র পদ বাতিল করা হয়। আদালতের রায়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০২০ সালের ৩ মার্চ, নির্বাচনের অনিয়ম, দুর্নীতি ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, “আমরা আদালতে নির্বাচন বাতিলের আবেদন করেছিলাম এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা চেয়েছিলাম। আদালত আমাদের দাবির স্বপক্ষে রায় দিয়েছেন।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং শেখ ফজলে নূর তাপস দক্ষিণে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে সরকার পরিবর্তনের পর তাদের মেয়র পদ বাতিল করা হয়।
গত বছরের ১৬ অক্টোবর ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার হন সাবেক মেয়র আতিকুল ইসলাম। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। অপরদিকে সাবেক মেয়র তাপসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গুঞ্জন রয়েছে, শেখ হাসিনার দেশত্যাগের আগেই তিনি পালিয়ে গেছেন।
এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত মামলায় বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেছিল আদালত।
নির্বাচনি আইনের বিধান অনুযায়ী, ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নির্বাচন ট্রাইব্যুনালে আপিল করা যায়। আপিলের নিষ্পত্তির জন্য নির্ধারিত সময় ১৮০ দিন। এছাড়া, সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron