

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব ব্যক্তিরা দণ্ডিত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (২৯ জুন) রাজধানীতে আয়োজিত ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবেন না। এটি আইনেই স্পষ্ট।”
এ সময় তিনি ইঙ্গিত দিয়ে বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে, তাদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সব দল ঐক্যবদ্ধ। দল হিসেবে মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার হতে পারে।”
মব জাস্টিস বা গণপিটুনি সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, “এটি বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত ১৭ বছরের জমে থাকা ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয়, কারণ গণপিটুনি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আবু সাইদ কোনো রাজনৈতিক দলের ছিলেন না। জুলাইয়ের শহীদরা কোনো দলের প্রতিনিধিত্ব করতেন না, তারা ছিলেন সাধারণ নাগরিক, যারা স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার হয়ে রাজপথে নেমেছিলেন। তাদের আত্মত্যাগ রাজনৈতিক নয়, বরং এটি ছিল নাগরিক অধিকারের পক্ষে একটি সংগ্রাম।”
অনুষ্ঠানে অন্যান্য আলোচকরা বলেন, আজকের প্রজন্মকে এই আন্দোলনের ইতিহাস জানাতে হবে, যেন তারা ভবিষ্যতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে।