আন্তর্জাতিক মঞ্চে নারী উন্নয়ন নিয়ে বাংলাদেশ-তুরস্ক সংলাপ

print news
img

‘আন্টালিয়া কূটনীতি ফোরাম ২০২৫’-এর সাইডলাইনে তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। রোববার তুরস্কে আয়োজিত এই ফোরামের ফাঁকে দুই দেশের প্রতিনিধির মধ্যে নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথে যেসব সামাজিক ও অর্থনৈতিক বাধা রয়েছে, তা দূর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের জন্য প্রশিক্ষণ, স্বল্পসুদে ঋণসহ বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

জবাবে মন্ত্রী মাহিনুর গোকটাস জানান, তুরস্ক বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অগ্রযাত্রায় পাশে থাকতে চায়। তিনি বাংলাদেশের কর্মজীবী নারীদের সফলতার জন্য শুভকামনা জানান এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে নারী উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *