সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল সেন্টার জানিয়েছে, দুপুরের আলোতেই প্রযুক্তির মাধ্যমে চাঁদের ছবি ধারণ করা হয়েছে।
চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায়
চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত ঘোষণা শনিবার সন্ধ্যায় আসবে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল খাতিম অ্যাস্ট্রনমিকাল অবজারভেটরি দুপুরে চাঁদের ছবি ধারণ করেছে। ধারণা করা হচ্ছে, আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাংলাদেশে ঈদ সম্ভাবনা
সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদের চাঁদ দেখা যায়। ফলে, বাংলাদেশে ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron