

বলিউডের দুই সুপারস্টার আমির খান ও সালমান খানকে ঘিরে আবারও গরম খবর চর্চায়। আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন তাঁর বন্ধু সালমান খান। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি’র প্রথম পর্বের ট্রেলারে দেখা যায়, কপিল শর্মার মজার প্রশ্নে সালমান মজাদার ভঙ্গিতে জবাব দেন, যা নেটদুনিয়ায় সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।
কপিল শর্মা বলেন, “আমির তো থামছে না, আর আপনি শুরুই করছেন না।” উত্তরে সালমান রসিকতার ছলে বলেন, “আমিরের ব্যাপারই আলাদা। তিনি একজন পারফেকশনিস্ট। ও যতদিন না বিয়েকে একদম পারফেক্ট করে নিচ্ছে, ততদিন…”—এ কথা বলতেই সালমান ও পুরো দর্শকদল হেসে ওঠেন।
অন্যদিকে, অভিনেত্রী অর্চনা পূরণ সিং যখন সালমানকে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন, সালমান খান বলেন, “আমি বিয়ে করলে আপনাদের কী লাভ? আপনারা কি উপভোগ করবেন যখন আমি আপনাদের জন্য ফুলশয্যা করব? আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের খুশি করার জন্য আমি নিজে শেষ হয়ে যাই?” এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনলাইনে, কেউ বলেছেন ভাইজান এখনো ‘সিঙ্গেল কিং’, আবার কেউ বলেছেন এ এক কৌশলী পাল্টা জবাব।
প্রসঙ্গত, আমির খানের সঙ্গে গৌরী স্প্রাটের প্রেমের গুঞ্জন নতুন নয়। যদি তারা বিয়ে করেন, তবে এটি হবে আমিরের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তাঁর বিয়ে ও পরবর্তীতে বিচ্ছেদ হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস