আলফাডাঙ্গায় কৃষকদল নেতাকে স্ত্রী হত্যা করেছেন, আটক স্ত্রী ও পুত্রবধূ

print news

ফরিদপুর জেল প্রতিনিধি ||

img

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর আঘাতে ওবায়দুর রহমান মুন্সি (৫৭) নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ওবায়দুর আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি স্থানীয় আব্দুল খালেক মুন্সির ছেলে।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বে জর্জরিত ছিলেন ওবায়দুর, যার সূত্রপাত মূলত স্ত্রী সাবিনা ইয়াসমিন, ছেলে ও পুত্রবধূ মাসকারা খাতুনের সঙ্গে নানা বিষয়ে বিরোধকে কেন্দ্র করে।

নিহতের ছোট ভাই সিরাজ জানান, রাতের নিরবতায় হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ওবায়দুরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে সিরাজ ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওবায়দুর রহমানকে শিলপাটার পুতো দিয়ে মাথায় ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি নিজেই এই হামলা চালিয়েছেন। তার সঙ্গে পুত্রবধূ মাসকারা খাতুনকেও থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

তিনি আরও বলেন, “পারিবারিক কলহের জেরে এমন একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়ভাবে পরিচিত ও রাজনীতিতে সক্রিয় এই কৃষকদল নেতার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *