অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ই-পেনশন উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে কোর্টের স্টে অর্ডারের কারণে বিষয়টি জটিল হয়ে যায়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, “মহিউদ্দিন খান আলমগীর ঋণখেলাপি নিয়ে পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন।”
কালো টাকা রোধে সরকারের পদক্ষেপ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো টাকার দুটি দিক রয়েছে— উৎস ও প্রক্রিয়া। উৎস আগের তুলনায় অনেকটাই বন্ধ হয়েছে। আগে ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, সংবাদপত্র, ফ্ল্যাট— সবকিছুর মালিক হতেন একই ব্যক্তি। এখন চেক অ্যান্ড ব্যালেন্স কার্যকর হওয়ায় এ পরিস্থিতি অনেকটাই বদলেছে।
তিনি আরও বলেন, “আমরা সবসময় বলি, অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। রাজনীতিবিদরা যদি টাকা-পয়সা দিয়ে মনোনয়ন ও ভোট দেওয়ার সংস্কৃতিকে উৎসাহ দেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে কিছু করার সুযোগ খুব সীমিত।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron