ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা গ্রামের যুবক ইয়াসিন শেখের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। নানা চেষ্টার পরও দেশের সেনাবাহিনীতে যোগ দিতে না পারলেও, রাশিয়াতে গিয়ে সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার পর, এক মিসাইল হামলায় তার স্বপ্ন পূরণের পথ থেমে যায়।
গত ২৭ মার্চ, ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় ইয়াসিন শেখ প্রাণ হারান। তার মৃত্যু পরিবারের কাছে ঈদের পরদিন পৌঁছায়। রাশিয়ায় থাকা তার বন্ধু মেহেদী এ দুঃখজনক খবরটি পরিবারের কাছে পৌঁছান।
ইয়াসিনের মৃত্যু শোকের ছায়া ফেলেছে তার পরিবারে। গৌরীপুরের ডৌহাখলা গ্রামের মৃত সত্তর মিয়ার ছেলে ইয়াসিন চার ভাই-বোনের মধ্যে ছিলেন সবচেয়ে ছোট। তার মা ও বড় ভাই ছাড়া আর কেউ জীবিত নেই। তার বড় ভাই রুহুল আমিন, যিনি একজন ব্যবসায়ী, ইয়াসিনের পড়াশোনা এবং বিদেশযাত্রার খরচ বহন করতেন।
ইয়াসিন নিয়মিত তার রাশিয়ায় যুদ্ধে অংশ নেওয়ার ছবি এবং ভিডিও ফেসবুকে আপলোড করতেন। গত ১ মার্চ, তার বাবার মৃত্যুবার্ষিকীতে, তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি তার রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত, সেনাবাহিনীতে যোগদান এবং তার স্বপ্নপূরণের গল্প শেয়ার করেন।
ইয়াসিন জানান, ২০২৩ সালের জানুয়ারিতে রাশিয়ায় চাকরির জন্য আবেদন করেন, এবং সেপ্টেম্বর মাসে সেখানে অফার লেটার পাওয়ার পর রাশিয়া চলে যান। তার মৃত্যু তার পরিবার এবং স্বজনদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron