ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার দায়ে তিন বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রবিবার (৬ এপ্রিল) আদালত এ রায় দেন। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "আসামিরা পলাতক রয়েছেন এবং আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।"
প্রসঙ্গত, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মুজাহিদ হাসান ফাহিম নামে এক ব্যক্তি ইভ্যালি থেকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেছিলেন এবং মূল্য পরিশোধ করেছিলেন। কিন্তু ইভ্যালি বাইকটি ৪৫ দিনের মধ্যে সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করলেও ব্যাংক হিসাবের অর্থ না থাকায় চেকটি জমা দেওয়া সম্ভব হয়নি। এরপর বাদী টাকা ফেরত না পেয়ে আদালতে মামলা করেন।
এ ঘটনার পর, গত ২৯ জানুয়ারি মোহাম্মদ রাসেল এবং শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron