

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের সরকারকে উৎখাতের চেষ্টা করলে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বুধবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাক্রোঁ বলেন, “আমরা চাই না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। কিন্তু সবচেয়ে বড় ভুল হবে সামরিক হামলা চালিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করা। এতে শুধু অস্থিতিশীলতা বাড়বে।”
ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব আলোচনায় ফিরে যাওয়া। যাতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা যায়।”
ইরাক ও লিবিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের উদাহরণ টেনে মাক্রোঁ আরও বলেন, “২০০৩ সালে ইরাকে যা করা হয়েছিল, কেউ কি মনে করে সেটি ভালো সিদ্ধান্ত ছিল? পরবর্তী দশকে লিবিয়ায় যা হয়েছিল, সেটি কি ভালো সিদ্ধান্ত ছিল? না!”
ফ্রান্সের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তবে মাক্রোঁ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষেই জোর দিয়েছেন।