

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর ১৮তম আঘাত হেনেছে ইরান। শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, এ হামলার নেতৃত্ব দিয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন এবং স্ট্রাইক ক্ষেপণাস্ত্র।
আইআরজিসি দাবি করে, তেলআবিব, বেন গুরিওন বিমানবন্দর, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রীয় অঞ্চল এবং ইসরায়েলি সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে এই আক্রমণ। এতে শাহেদ-১৩৬ ড্রোনের একাধিক স্কোয়াড্রন এবং কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করেছে এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই অপারেশনের আওতায় ২১ জুন পর্যন্ত ইরান মোট ১৮টি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের এই হাইব্রিড (ড্রোন ও ক্ষেপণাস্ত্রভিত্তিক) আক্রমণ আরও জোরালো ও অব্যাহত থাকবে, যতক্ষণ না “ইহুদি শাসনের আগ্রাসন” বন্ধ হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল প্রথমে ইরানের উপর হামলা চালায় বলে দাবি করেছে তেহরান। এরপর থেকেই শুরু হয় এই পাল্টা আক্রমণ।
সূত্র: আল-জাজিরা