মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক এক মূল্যায়নে উঠে এসেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাঠামো ও উপাদানগুলো অক্ষত রয়ে গেছে। এতে স্পষ্ট হয়েছে, পারমাণবিক কর্মসূচির মূল অবকাঠামো ধ্বংসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।
এই তথ্য উঠে আসার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন দাবি করছেন, ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ গুঁড়িয়ে’ দেওয়া হয়েছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘নিখুঁতভাবে’ আঘাত হেনে এসব স্থাপনাকে ধ্বংস করা হয়েছে।
তবে মার্কিন গোয়েন্দা মহলের মতে, হামলার প্রকৃত প্রভাব এই দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং, ইরানের পারমাণবিক কর্মসূচির মূল যন্ত্রাংশ ও কৌশলগত সংরক্ষণাগারগুলো এখনও সচল অবস্থায় রয়েছে।
এর আগে, এই হামলাকে ‘ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান’ বলে উল্লেখ করে ট্রাম্প সংবাদমাধ্যমগুলোকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। তিনি বলেন, তারা (মিডিয়া) ‘এতো সফল অভিযানে গুরুত্ব না দিয়ে অবজ্ঞা করার চেষ্টা করছে।’
সূত্র: বিবিসি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron