

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, ইরানের শীর্ষ সেনা কমান্ডাররা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। চাবাহার শহীদ দেল হামেদ বিমান ঘাঁটিতে সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন দাদরাস এবং ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি।
বিশ্বস্ত সতর্কতা: যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাবে শক্তিশালী প্রতিরোধ
ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা হুমকির বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, ইরান যেকোনো আক্রমণের জন্য প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের হুমকি ইরানকে ভীত করতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, আগ্রাসী পদক্ষেপ নিলে তারা আরো তীব্র প্রতিক্রিয়া পাবে।
ইরান: ‘আমরা শত্রুদের বিরুদ্ধে অজেয়’
পুরদাস্তান আরও জানান, আমেরিকা ১৯৭৯ সাল থেকে ইরানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তবে ইরান এসব হুমকিকে গম্ভীরভাবে নিয়ে, শত্রুদের মোকাবিলায় নিজেদের সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে।