ইরানের সিস্তান-বেলুচিস্তানে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তা নিহত

print news
igm

পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

ইরান পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ফার্স জানায়, পুলিশের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরাও আহত হয় এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আইএসএনএ সংবাদ সংস্থাও তীব্র বন্দুকযুদ্ধের খবর নিশ্চিত করেছে।

অঞ্চলটিতে বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, চরমপন্থি গোষ্ঠী ও মাদক পাচারকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রায়শই ঘটে থাকে। সিস্তান-বেলুচিস্তানে একটি বৃহৎ জাতিগত বেলুচ জনগোষ্ঠী বসবাস করে, যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। অন্যদিকে ইরানের মূল জনগোষ্ঠী শিয়া।

সাম্প্রতিক বছরগুলোতে জৈশ আল-আদল নামের একটি গোষ্ঠী এ অঞ্চলে একাধিক হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করে।

স্থানীয় গণমাধ্যম জানায়, রবিবার সিস্তান-বেলুচিস্তানে জৈশ আল-আদল গোষ্ঠীর হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এর আগে গত ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে চালানো হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন, যার দায়ও স্বীকার করে গোষ্ঠীটি।

সূত্র: আরব নিউজ, ইরান ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *