

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ধ্বংসযজ্ঞের পর মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনীভূত হচ্ছে যুদ্ধাবস্থা। এই পটভূমিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের অসহায় অনুভূতি প্রকাশ করেছেন।
মান্দানা লেখেন, “আমি ঠিক নেই। দেখে মনে হতে পারে আমি স্বাভাবিকভাবে কাজ করছি, কিন্তু আসলে সবকিছু ভেতরে ভেঙে পড়ছে। নিজের জন্য, পরিবারের জন্য যতটা সম্ভব করছি, কিন্তু মনটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে।” ইউরোপে অবস্থান করলেও তিনি নিরাপদ নন বলেই মনে করেন। “শান্ত রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হয় আমি ভূতের মতো চলছি। আমার মন পড়ে থাকে আমার দেশে— যেখানে মা, ভাই ও ভাতিজারা আতঙ্কে দিন কাটাচ্ছে।”
ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মান্দানার বক্তব্য খুবই স্পষ্ট। তিনি বলেন, “শিশুদের মৃত্যু দেখে কীভাবে চুপ থাকা যায়! শুধু প্যালেস্টাইন বা ইরান নয়— গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার অর্থায়নে বিস্ফোরণ ঘটছে। আর বিশ্ব চুপ করে আছে!”
নিজের দেশ ইরানকে ভালোবাসার কথা জানিয়ে মান্দানা বলেন, “ইরান মানে আমার সরকার নয়। ইরান মানে আমার শিকড়, আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ। সেই ইরানই আজ মৃত্যুপুরী হয়ে যাচ্ছে।”
এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মান্দানা, “আপনারা যদি কিছু করতে না-ও পারেন, অন্তত সম্মানটুকু দিন। যারা চোখের সামনে নিজের দেশটাকে ধ্বংস হতে দেখছে, তাদের যন্ত্রণাকে সম্মান করুন। এটা শুধু রাজনীতি নয়, এটা অসহনীয় বেদনার গল্প।”
বর্তমান অবস্থার ভয়াবহতায় তিনি সংবাদমাধ্যমে কথা বলতে রাজি নন বলেও জানিয়ে দিয়েছেন। তাঁর ভাষায়, “আমি আর কিছু বলতে পারি না। ব্যথা দিয়ে ভরা এ সময়টায় শুধু চাই, মানুষ অন্তত অনুভব করুক আমাদের যন্ত্রণার গভীরতা।”
সূত্র: আনন্দবাজার পত্রিকা.