ইরানে হামলা ঠেকিয়ে কূটনৈতিক সমাধানে ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

print news
img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পরিকল্পিত ইরান হামলা আটকে দিয়েছেন এবং এর বদলে কূটনৈতিক সমাধান বেছে নিয়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করে, যার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম অন্তত এক বছর পিছিয়ে দেওয়া।

হামলা সফল করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন ছিল বলে জানিয়েছে সূত্রগুলো। তবে কয়েক মাস আলোচনা শেষে ট্রাম্প সামরিক পদক্ষেপ থেকে সরে এসে ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেন।

প্রথম দফা আলোচনা গত শনিবার ওমানে অনুষ্ঠিত হয়, যা উভয় পক্ষ ‘গঠনমূলক ও ইতিবাচক’ বলে অভিহিত করেছে। দ্বিতীয় দফা বৈঠক আগামী শনিবার ইতালির রোমে অনুষ্ঠিত হবে।

এই কূটনৈতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *