ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর সম্ভাবনা, আমেরিকানদের বড় অংশ হস্তক্ষেপের বিপক্ষে

print news
img

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে এবার যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলায় ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্রও থাকতে পারে— এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন নাগরিক।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইউগভ পরিচালিত একটি সাম্প্রতিক জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ আমেরিকান বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত নয়। হস্তক্ষেপের পক্ষে মত দিয়েছেন মাত্র ১৬ শতাংশ, আর ২৪ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত অবস্থানে রয়েছেন।

জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে ৬৫ শতাংশ এবং ক্ষমতাসীন রিপাবলিকানদের মধ্যে ৫৩ শতাংশ মার্কিন সামরিক হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যেও প্রায় ৬১ শতাংশ এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিরোধিতা করেছেন।

তবে জরিপে এটিও উঠে এসেছে যে, প্রায় অর্ধেক আমেরিকান ইরানকে যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ মনে করেন। আবার ২৫ শতাংশের মতে, ইরান যুক্তরাষ্ট্রের শত্রু না হলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই।

এই জনমত স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, যুদ্ধাবস্থা যতই ঘনীভূত হোক না কেন, আমেরিকান জনসাধারণ নতুন আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ চায় না। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস জনমতের চাপ বিবেচনায় নেবে, না কি মিত্র ইসরায়েলের পাশে অবস্থান নেবে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *