ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি, যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষ সংযম দেখাবে।"
তিনি আরও বলেন, "চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই, যেন তারা রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসে। সেনা অভিযান কখনোই শান্তি আনতে পারে না— সমস্যা সমাধানের সঠিক পথ হচ্ছে সংলাপ ও আলোচনা।"
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল “সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে, যা কার্যকর হয়েছে মঙ্গলবার ভোর ৪টা (গ্রিনিচ মান সময়) থেকে। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, “পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় ও সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে।”
সূত্র: আনাদোলু এজেন্সি
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron