

ইরানে বৈধভাবে অবস্থানরত এবং যারা দেশটি ছেড়ে বাংলাদেশে ফিরতে আগ্রহী, তাদের পাসপোর্টের কপি চেয়েছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই ফেসবুকে দেওয়া এক পোস্টে।
গতকাল মঙ্গলবার ওয়ালিদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা, তারা আজ রাতের ভেতরেই আপনাদের পাসপোর্টের কপি oalid.islam@mofa.gov.bd ই-মেইলে পাঠান দয়া করে। কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।’
তিনি আরও জানান, যেসব বাংলাদেশি ইরানে অবৈধভাবে অবস্থান করছেন কিন্তু তাদের কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (NID), সুরক্ষা সেবা বিভাগের দলিল বা নিজ উপজেলার ইউএনও’র চিঠি আছে, তারা এসব কাগজপত্র “oalidjob@gmail.com“ ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
ওয়ালিদ ইসলাম আশ্বাস দিয়ে বলেন, “কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়ব, ইনশাআল্লাহ।”
এই উদ্যোগের মাধ্যমে ইরানে অবস্থানরত বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।