ইরান থেকে প্রথম দফায় দেশে ফিরছেন ৩৫ বাংলাদেশি নাগরিক

print news
img

ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম দফায় ৩৫ জন বাংলাদেশি নাগরিক আজ বুধবার দেশে ফিরছেন। তারা সন্ধ্যায় তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেবেন এবং সেখান থেকে দুবাই হয়ে ঢাকা পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই দলে নারী, শিশু ও চিকিৎসার জন্য ইরানে অবস্থানকারী রোগীর সংখ্যা বেশি।

সূত্র জানায়, বৃহস্পতিবার বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে তারা পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর করাচি হয়ে দুবাই, সেখান থেকে ঢাকায় ফিরবেন তারা। সংঘাত শুরুর সময় ইরানে অবস্থানকারী অনেক বাংলাদেশি দেশে ফিরতে চাইলেও এখন পরিস্থিতি শান্ত হওয়ায় অনেকে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তবু যাঁরা ফিরতে আগ্রহী, তাদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে ইরানে বাংলাদেশ দূতাবাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে নিবন্ধন করেছেন ২৫০ জন বাংলাদেশি। পর্যায়ক্রমে তাদের সবাইকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

বর্তমানে ইরানে আনুমানিক দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে ৪০০ জন এবং তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন। তাঁদের মধ্যে ৬৬ জন শিক্ষার্থী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *