ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন,
“আদালতের নির্দেশনার আলোকে গেজেট প্রকাশের বিষয়টি পর্যালোচনা করে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এর আগে ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। একই রায়ে নৌকা প্রতীকে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়।
প্রেক্ষাপট:
২০২০ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন, অন্যদিকে নৌকা প্রতীকে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস। নির্বাচনে তাপস বিজয়ী হয়ে দায়িত্ব পালন করছিলেন।
তবে নির্বাচন নিয়ে আদালতে করা এক মামলার রায়ে ইশরাক হোসেনকে প্রকৃত বিজয়ী ঘোষণা করে গেজেট বাতিল করার নির্দেশ দেন আদালত। রায়ের কপি পাওয়ার পর ইসি বিষয়টি পর্যালোচনা করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠায়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron