
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া শর্তসাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে। তবে শর্ত হলো—ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।
বুধবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্তো এ কথা বলেন। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
প্রবায়ো বলেন, “দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তির একমাত্র পথ। আমাদের উচিত ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে একইসঙ্গে আমরা দৃঢ়ভাবে বলছি—যদি ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তখনই ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।”
উল্লেখ্য, ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং এখন পর্যন্ত ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। প্রেসিডেন্ট প্রবায়োর এই বক্তব্য ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী অবস্থানে এক ধরনের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বলেই বিশ্লেষকরা মনে করছেন।
তাঁদের মতে, মুসলিম বিশ্বের অন্যান্য দেশ—যারা এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি—তাদের জন্য এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “ফ্রান্সও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে এবং এ লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপকে সমর্থন জানাবে।” তিনি আরও বলেন, “ইসরায়েলের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফিলিস্তিনের স্বাধীনতাও সমানভাবে অপরিহার্য।”
সূত্র: রয়টার্স
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron