ইসরায়েলি সেনা থাকলে অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ: নাঈম কাশেম

print news
img

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনারা যতদিন থাকবে, ততদিন হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাঈম কাশেম। শুক্রবার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এই ঘোষণা দেন।

কাশেম বলেন, “শত্রুর উপস্থিতিতে অস্ত্র ফেলে দেওয়া আত্মসমর্পণের নামান্তর। আমাদের অস্ত্রই আমাদের প্রতিরোধের মেরুদণ্ড। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রধান হাতিয়ার।”

তিনি আরও বলেন, “আমরা আলোচনার মাধ্যমে নয়, প্রতিরোধের মাধ্যমেই আমাদের অধিকার আদায় করবো। কেউ যদি জোর করে আমাদের নিরস্ত্র করতে চায়, তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। সে ইসরায়েল হোক বা যুক্তরাষ্ট্র কিংবা তাদের মিত্ররা।”

হিজবুল্লাহ নেতা অভিযোগ করেন, গত নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চললেও, ইসরায়েল তা বারবার লঙ্ঘন করছে। চুক্তিতে ইসরায়েলি সেনাদের লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহারের কথা থাকলেও এখনো তারা সেখানে অবস্থান করছে বলে জানান তিনি।

সূত্র: তেহরান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *