

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় লাবাফি নেজাদ হাসপাতালসহ একাধিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। হামলায় চিকিৎসক সংগঠনের চার সদস্যসহ রেড ক্রিসেন্ট ও তেহরানের বেশ কয়েকজন জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন।
সরকারি মুখপাত্র জানান, হামলায় প্রাণ হারিয়েছেন ৬২ জন নারী ও শিশু। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৫০ জন নারী ও শিশু। লাবাফি নেজাদ হাসপাতাল ছাড়াও রাজধানী তেহরান ও আশপাশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফাতেমেহ মোহাজেরানি বলেন, “এই হামলাগুলো কেবল বেসামরিক নাগরিকদের নয়, চিকিৎসা অবকাঠামোর প্রতিও সরাসরি আঘাত। আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।”
ইসরায়েলি বাহিনীর এই হামলার নিন্দা জানিয়ে ইরান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।
সূত্র: বিবিসি