ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ৫০ হাজার ৩০০ জন ছাড়িয়েছে।
শনিবার (২৯ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়েছে।
ইসরায়েলের লাগাতার হামলায় পুরো গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, আর মানবিক সংকট আরও প্রকট হচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron