ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া প্রাণ হারিয়েছেন। উত্তর গাজার জাবালিয়ায় অবস্থিত তাঁর তাঁবুতে চালানো হামলায় তিনি নিহত হন।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরায়েলের বিমান হামলার লক্ষ্যবস্তু হন আল-কানৌয়া। কুদস নিউজ নেটওয়ার্ক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, পাশাপাশি মাটিতে আবৃত তাঁর লাশের একটি ছবিও প্রকাশ করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নিশ্চিত করে যে ইসরায়েলের হামলায় মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন।
হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশনের বরাতে জানা গেছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবুর ওপর হামলা চালানো হলে তিনি নিহত হন। একই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।
এই সপ্তাহের শুরুতে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম এবং সালাহ আল-বারহুমকে হত্যা করেছে ইসরায়েল। তাঁরা হামাসের শীর্ষ নীতিনির্ধারণী সংস্থার সদস্য ছিলেন।
হামাসের সূত্র অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে সংগঠনটির ১১ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।
প্রসঙ্গত, ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন সামরিক অভিযানে ৮৩০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে ইসরায়েল।
গত বছরের নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষ নিহত হিসেবে গণ্য করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron