ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ, ডানপন্থি জোটে উত্তেজনা তীব্র

print news
img

ইসরায়েলের উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের মধ্যে চলমান জোটগত বিরোধের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্মোট্রিচ তার অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার এই পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

পদত্যাগের পর স্মোট্রিচ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন এবং রিলিজিয়াস জায়োনিজম পার্টির আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে দ্বন্দ্বের জেরেই স্মোট্রিচ পদত্যাগ করেছেন।

এক বিবৃতিতে রিলিজিয়াস জায়োনিজম পার্টি ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরের বিরুদ্ধে রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। স্মোট্রিচ, নেতানিয়াহু এবং লিকুদ দলের মধ্যে করা চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে বলে তারা দাবি করেছে।

এই পদত্যাগ ইসরায়েলের অতি-ডানপন্থি জোটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙনের প্রতিফলন। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিভাজন গভীর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *