

আন্তর্জাতিক ডেস্ক
ইরান মনে করছে, ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সামরিক সংঘাত হবে ‘চূড়ান্ত যুদ্ধ’, যা ইহুদিবাদী রাষ্ট্রটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের এক সূত্র এমন দাবি করেছে।
সূত্রটি জানায়, সাম্প্রতিক দ্বন্দ্বে ইরান ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল দিকগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ভেদ করে আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য, গত ১২ জুন মধ্যরাতে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ পর্যায়ে রয়েছে। এ হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বহু মানুষ নিহত হন, যাদের মধ্যে পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানী ও কর্মকর্তারাও ছিলেন বলে ধারণা করা হয়।
এরপর ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতাঞ্জ ও ফরদোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইসরায়েল ও কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।
বারো দিন স্থায়ী এই সংঘাত অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়, যা এখনো কার্যকর রয়েছে।
তবে, আরটিকে দেওয়া সাম্প্রতিক মন্তব্যে তেহরানের সূত্র জানায়, “যদি আবার যুদ্ধ শুরু হয়, ইরান প্রতিদিনই কয়েকশ’ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়বে।” সূত্রটি আরও দাবি করে, জনগণ ও প্রবাসীদের কাছ থেকে ইরান সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে।
তেহরান জানে যে, যেকোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে, তবুও ইরান এমন যুদ্ধের জন্য প্রস্তুত বলে দাবি করা হয়।
এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, “আমাদের সামরিক জবাবে ইসরায়েল কার্যত নিস্ক্রিয় হয়ে পড়ে। যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করত, ইসরায়েল নামের এই শাসন ব্যবস্থা নিশ্চিহ্ন হয়ে যেত।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “তেহরান যদি পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, তাহলে আরও হামলা হবে।” একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সম্ভাব্য নতুন অভিযানের ইঙ্গিত দেন।
সূত্র: RT (রাশিয়া টুডে)