ইসরায়েলে ব্রিটিশ এমপিদের আটক: ক্ষুব্ধ প্রতিক্রিয়া লন্ডনের

print news
img

ইসরায়েল সফরে যাওয়া যুক্তরাজ্যের পার্লামেন্টের দুই সদস্যকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। সফরের অংশ হিসেবে কোনো দপ্তরে প্রবেশের সুযোগও দেওয়া হয়নি তাদের। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

রয়টার্সের বরাতে জানা যায়, আটক দুই এমপি হলেন লেবার পার্টির ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহামেদ। স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয় সন্দেহ করছে—তারা দেশটির নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ এবং ইসরায়েলবিরোধী প্রচারণায় যুক্ত থাকতে পারেন।

ইয়াং প্রতিনিধিত্ব করছেন আর্লি ও উডলি অঞ্চল, আর মোহামেদ শেফিল্ড সেন্ট্রাল থেকে নির্বাচিত। তারা লুটন থেকে গতকাল ইসরায়েল পৌঁছান।

ঘটনার পর পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেন, “আমি ইসরায়েলি কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদের আইনপ্রণেতাদের সঙ্গে এমন ব্যবহার গ্রহণযোগ্য নয়। আমরা এমপিদের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।”

তিনি আরও জানান, যুক্তরাজ্য গাজায় শান্তি প্রতিষ্ঠা, জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *