

ইসরায়েল ও ইরানের চলমান রক্তক্ষয়ী সংঘাত আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। ক্রমাগত পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই সংকটময় অবস্থায় ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনার ভিত্তিতে জেরুজালেমে মার্কিন দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, দূতাবাসের সব মার্কিন কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের “বাসস্থানে বা তার আশপাশে নিরাপদ স্থানে অবস্থান করতে” নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, “এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ সংক্রান্ত কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হলে তা জানানো হবে।”
পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ:
- ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে।
- সামুদ্রিক বন্দরগুলোও কার্যক্রম বন্ধ রেখেছে।
- তবে জর্ডানের স্থল সীমান্তগুলো খোলা রয়েছে এবং বুধবারও তা সচল থাকবে বলে জানানো হয়েছে।
গত ছয় দিন ধরে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ ইতোমধ্যে শত শত মানুষের প্রাণ কেড়েছে, ধ্বংস করেছে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনা। দ্বিপক্ষীয় এই সংঘাত আন্তর্জাতিক পরিমণ্ডলেও উদ্বেগ ছড়াচ্ছে, বিশেষ করে মার্কিন ও ইউরোপীয় কূটনীতিক মহলে।
সূত্র: Al Jazeera