ইসরায়েল-লেবানন সীমান্তে ঘাজার (Ghajar) কাছাকাছি আকাশে একটি ‘সন্দেহজনক বস্তু’ ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী বস্তুটি শনাক্ত করে আকাশেই আটকিয়ে দেয়।
ঘটনার সময় সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো নিশ্চিত করতে পারেনি বস্তুটি আসলে কী ছিল বা এটি কোথা থেকে এসেছিল।
আইডিএফ জানায়, বিষয়টি এখনও তদন্তাধীন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ ঘটনার পর ঘাজার আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তথ্যসূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron