ইসরায়েল সীমিত পরিসরে বেন গুরিয়ন বিমানবন্দর চালু করল, প্রতিটি ফ্লাইটে মাত্র ৫০ যাত্রী

print news
img

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। সোমবার (২৩ জুন) বিমানবন্দরটি আংশিকভাবে চালুর ঘোষণা দেয় তেল আবিব কর্তৃপক্ষ।

টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে জানানো হয়, বিমানবন্দর থেকে আজ প্রায় ১ হাজার যাত্রী ইসরায়েল ত্যাগ করতে পারবেন। তবে প্রতি ফ্লাইটে যাত্রী সংখ্যা সীমিত রাখা হয়েছে—প্রতিটি ফ্লাইটে সর্বোচ্চ ৫০ জন যাত্রী পরিবহন করার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ জানান, “আমরা আশা করছি, স্থানীয় বিমান সংস্থাগুলো আজ সোমবার ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। তবে এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা সীমিত থাকবে, কারণ বিমানবন্দর এখনো হামলার ঝুঁকিতে রয়েছে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আগামী সপ্তাহের মধ্যে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ফ্লাইট সংখ্যা বাড়ানো সম্ভব হবে।”

উল্লেখ্য, গত ১৩ জুন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরপরই ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে দেশটিতে প্রায় ৩০ হাজার পর্যটক আটকে পড়েন। পরিস্থিতির কারণে অনেকেই বিকল্প হিসেবে মিশর, জর্ডান সীমান্ত কিংবা সমুদ্রপথে ইসরায়েল ত্যাগ করতে বাধ্য হন।

এই পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক করার লক্ষ্যে বেন গুরিয়নের আংশিক পুনরায় চালু হওয়া পর্যটকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *