
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। দুই দিনে মোট ১,২০০টি গরু পরিবহন করা হচ্ছে এই বিশেষ ট্রেনে। ভোগান্তি ও ঝুঁকিমুক্ত এই ব্যবস্থা খামারি ও পশু ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সোমবার ইসলামপুর থেকে প্রথম দুটি ট্রেনে মোট ৮০০টি গরু ঢাকায় পাঠানো হয়। প্রতিটি ট্রেনে ছিল ২৫টি করে ওয়াগন, প্রতিটি ওয়াগনে উঠানো হয়েছে ১৬টি করে গরু। আজ মঙ্গলবার সন্ধ্যায় তৃতীয় ও শেষ ক্যাটল ট্রেনটি আরও ৪০০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
স্থানীয় খামারি ও কৃষকরা জানান, সড়কপথে পশু পরিবহনে চাঁদাবাজি, দুর্ঘটনা, যানজট ও অতিরিক্ত খরচের কারণে তারা দুশ্চিন্তায় থাকতেন। ট্রেনপথে পশু পরিবহনে এসব ঝুঁকি নেই, খরচও তুলনামূলক কম। ফলে ক্যাটল স্পেশাল ট্রেন তাদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। প্রতিটি ওয়াগনে সর্বোচ্চ ১৬টি গরু পরিবহন করা সম্ভব। খামারিরা তাদের পছন্দমতো ট্রেনে বুকিং দিয়ে সহজেই পশু পাঠাতে পারছেন।
বাংলাদেশ রেলওয়ে ২০২১ সাল থেকে এই ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছে। এর লক্ষ্য হলো ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুবাহী ট্রাকের ওপর চাপ কমানো, দুর্ঘটনা ও ভোগান্তি হ্রাস করা এবং খামারিদের সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন নিশ্চিত করা।
খামারি ও ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পাঠিয়ে তারা স্বস্তি ও আনন্দ পাচ্ছেন, ভবিষ্যতে এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হলে সবার উপকার হবে।