ঈদের জামাতে প্রধান উপদেষ্টার বার্তা: ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার আহ্বান

print news
img

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন ধরে রাখতে হলে সবার মধ্যে আরও দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা নতুন বাংলাদেশ গড়তে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাদের জন্য দোয়া করব। তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যেন একটি স্থায়ী ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি, সে লক্ষ্যে কাজ করতে হবে। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

ড. ইউনূস আরও বলেন, আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, বাজারে, গঞ্জে ও শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাদের জন্যও শুভেচ্ছা রইল। প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আছেন এবং ঈদের জামাতে অংশ নিতে পারেননি, তাদেরও ঈদ মোবারক। পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা বাংলাদেশিদের আমরা ভুলে যাইনি। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও জামাতে অংশ নিতে পারেননি, তাদের প্রতিও ঈদের শুভেচ্ছা।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *