ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
অর্থনীতি সচল থাকবে
ড. সালেহউদ্দিন বলেন, “দীর্ঘ ছুটির কারণে অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না। উপদেষ্টামণ্ডলীর অধিকাংশ সদস্য ঢাকায় থাকবেন, ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যা হবে না। তাছাড়া, বর্তমান সময়ে ডিজিটাল পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তাই প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সরকারি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত
বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল আমদানি, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে ৭০ হাজার মেট্রিক টন সার সংগ্রহ এবং স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন।
উপদেষ্টা আরও বলেন, "ঈদের ছুটির মধ্যেও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক থাকবে এবং জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron