

ঈদের পরের দিন রাজধানী ছেড়ে বাড়ির পথে যাত্রা করছেন অসংখ্য মানুষ। আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও, কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। লম্বা ছুটি থাকায় অনেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঘুরতে যাচ্ছেন বা বাড়ির পথে রওনা হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কমলাপুর ও বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ ছিল। ঢাকার পাশের জেলার রুটগুলোতে যেমন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য স্থানগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবং যাত্রাবাড়ী থানার সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। ঢাকা-শরীয়তপুর রুটে চলাচলকারী ফেম পরিবহনের একটি গাড়ি আসলে যাত্রীরা হুড়মুড়িয়ে উঠে পড়েন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল নেই, যার কারণে যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বুধবার থেকে শিডিউল স্বাভাবিক হতে পারে।