পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় পুলিশের বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলছে।
নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
মহানগরীর ৫০টি থানায় পুলিশের টহল টিম সক্রিয়। গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বিপণিবিতান, বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে বিশেষ নজরদারি।
ডিবি প্রধান বলেন, ঈদ উপলক্ষে কেউ যাতে নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি আগের চেয়ে আরও বাড়ানো হয়েছে।
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে ৯৯৯-এ কল করার পরামর্শ দেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron