উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণচেষ্টায় রোহিঙ্গা যুবক আটক

print news
img

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা পাহাড়ি এলাকায় এক চাকমা নারীকে (৩৩) ধর্ষণের চেষ্টা করেছে এক রোহিঙ্গা যুবক। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম ছৈয়দুল ইসলাম (২৮), তিনি উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা এবং সুলতান আহমদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, ভুক্তভোগী নারী সকালে কলাবাগানে কাজ করতে যাওয়ার সময় নির্জন বুলেরঝিরি পাহাড়ি এলাকায় পৌঁছালে ছৈয়দুল ইসলাম তাকে পেছন থেকে ঝাপটে ধরে এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এরপর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই নারী প্রাণপণে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে পালাতে না দিয়ে ধরে ফেলে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছৈয়দুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, “আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনগণ পাহাড়ি অঞ্চলসহ শ্রমজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *