উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাব-মেশিনগান ও ১৪ লাখ টাকাসহ নবী হোসেন বাহিনীর ৪ সদস্য আটক

print news
img

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোববার সন্ধ্যায় এক সফল যৌথ অভিযানে একটি সাব-মেশিনগান ও ১৪ লাখ টাকাসহ নবী হোসেন বাহিনীর চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

অভিযানটি চালানো হয় বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের একটি ঘরে। এ সময় চারজনকে আটক করা হয়, যদিও অভিযানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজর এড়িয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তিরা হলেন:

  • মনসুর আহমদ (৩২), পিতা: নুর বশর, সি-১৪ ব্লক
  • ইয়াছির আরাফাত (৩৫), পিতা: মো. নাজিমউদ্দিন, সি-১৬ ব্লক
  • মো. আনাস (৩০), পিতা: মো. ইউছুফ, ই-ব্লক
  • কেফায়েত উল্লাহ (৩৫), পিতা: ছৈয়দ আহমেদ, সি-৬ ব্লক

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন জানান, এরা সকলেই সীমান্তে সক্রিয় মাদক ও অস্ত্র পাচারকারী নবী হোসেন বাহিনীর সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্র ও নগদ টাকা অস্ত্রের লেনদেন সংক্রান্ত বলে জানায় পুলিশ। অভিযানে অংশ নেয় পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যরা।

নবী হোসেন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অপরাধ চক্র পরিচালনা করছে। সম্প্রতি তিনি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *